৩ আসনে মনোনয়ন : চমক দেখালেন মুফতী ওয়াক্কাস

ইসলাম টাইমস ডেস্ক : জোটবদ্ধ ইসলামি দলগুলো যখন আসন বণ্টন নিয়ে চরম হতাশার দিন কাটাচ্ছে তখন এক প্রকার চমকই দেখালো মুফতী মুহাম্মদ ওয়াক্কাসের নেতৃত্বাধীন জমিয়তে উলামায়ে ইসলাম।

বিএনপি জোটের কাছ থেকে তাদের প্রাপ্তি ৩ আসন। আসনগুলো হলো, যশোর-৫, কুমিল্লা-৬ ও খুলনা-৪

জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা ওয়ালী উল্লাহ আরমান ইসলাম টাইমসকে এ সংবাদ নিশ্চিত করেন।

দলের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মুফতী মোহাম্মদ ওয়াক্কাস যশোর-৫, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম কুমিল্লা-৬ এবং সাংগঠনিক সম্পাদক মুফতি রেজাউল করিম, খুলনা-৪ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়ন লাভ করেছেন।

গণমাধ্যমে প্রাথমিকভাবে প্রকাশিত তালিকা অনুযায়ী জমিয়তের এ অংশ থেকে শুধু মুফতী ওয়াক্কাসের যশোর-৫ আসনের মনোনয়ন পাওয়ার কথা বলা হলেও শেষ পর্যন্ত ৩টি আসনের মনোনয়ন পেলেন তারা।

আরও পড়ুন : বিএনপি বলেছে আরও আসন দিবে

আসনপ্রাপ্তি নিয়ে যা বললেন বিএনপি জোটের ইসলামি দলের ৩ নেতা

পূর্ববর্তি সংবাদঘুরে গেছে ইসির মত : গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন রিটার্নিং অফিসাররা 
পরবর্তি সংবাদবিবাড়িয়ায় জামাইয়ের বিরুদ্ধে শ্বশুরের আন্দোলন, অবরুদ্ধ মহাসড়ক