মোবাইল বিস্ফোরণে প্রাণ হারাল এক কলেজছাত্র

ইসলাম টাইমস ডেস্ক: ফেনীর বিসিক শিল্প নগরীর চাড়িপুর এলাকায় মোবাইল ফোন বিস্ফোরণে স্বপ্নীল মজুমদার (১৭) নামে এক কলেজছাত্র দগ্ধ হয়েছে।

আজ রবিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

পাঁচগাছিয়া বাজারের ইউপি সদস্য মো. বাচ্চু মিয়া জানান, স্বপ্নিল মোবাইলফোনে চার্জ দিয়ে সুইচ অন করার পর মোবাইলটি বিস্ফোরণ ঘটে। এতে স্বপ্নীল গুরুতর আহত হয়।

প্রথমে তাকে ফেনী সদর হাসপাতালে নেয়া হয় পরবর্তীতে সেখান থেকে তাকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহত স্বপ্নীলের বাবা সুমন মজুমদার। সে পাঁচগাছিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন মজুমদারের নাতি।

পূর্ববর্তি সংবাদবিরোধীদলীয় প্রার্থীসহ নেতাকর্মীদের গ্রেফতার করানো হচ্ছে : অলি আহমদ
পরবর্তি সংবাদটঙ্গী মাঠের নৃশংস হামলায় হাজারের অধিক আহত: কারও কারও অবস্থা গুরুতর