নির্বাচনকালে আনসার সদস্যদের বরাদ্দ বাড়ানোর আবেদন

ইসলাম টাইমস ডেস্ক: আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকালে বরাদ্দ বাড়ানোর আবেদন করেছে। এসময় দায়িত্ব পালনের জন্য তারা ৩৮১ কোটি টাকা অতিরিক্ত ব্যয় চেয়েছে। এই অর্থ আনসার ও ভিডিপি সদস্যদের দৈনিক ভাতা, যাতায়াত ব্যয়, শুকনো খাবার, ফোর্স মোবিলাইজেশন, অস্ত্র মোবিলাইজেশন, জ্বালানি ও মেরামত এবং অন্যান্য আনুষঙ্গিক খাতে ব্যয় হবে।

সম্প্রতি সংস্থাটির পরিচালক (অপারেশন্স) ড. মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক কর্মকর্তা জানান, বিষয়টি নিয়ে তাদের বাহিনীর মহাপরিচালক নির্বাচন কমিশনের সচিব ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবের সঙ্গে কথা বলেছেন। এর পর অর্থ মন্ত্রণালয়ে টাকা চেয়ে চিঠি পাঠানো হয়।

কর্মকর্তা জানান, বর্তমানে বিভিন্ন উৎসব, পার্বণ ও ধর্মীয় অনুষ্ঠানে দায়িত্ব পালনের জন্য আনসার ও ভিডিপির সাধারণ সদস্য ৪৭৫ টাকা এবং কমান্ডার ৫২৫ টাকা দৈনিক ভাতা পেয়ে থাকেন।নির্বাচনে দায়িত্ব পালনে ভাতার পরিমাণ নিয়ে সুনির্দিষ্ট কোনো বিধান বা নীতিমালা নেই। এ কারণে ভোট প্রদান থেকে বিরত থেকে এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজে অনেক সদস্য দায়িত্ব পালন করতে চান না। স্বেচ্ছাসেবী হিসেবে এ ধরনের দায়িত্বে আনসার ও ভিডিপি সদস্যদের আগ্রহী করতেই ভাতার পরিমাণ বাড়ানোর জন্য অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে। এতে করে একজন আনসার সদস্যের দৈনিক ভাতা এক হাজার টাকায় উন্নীত হবে।

পূর্ববর্তি সংবাদঅপহৃত স্কুলছাত্র আশিকের বাক্সবন্দি লাশ উদ্ধার
পরবর্তি সংবাদওপেক ত্যাগ করছে কাতার