উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি’র শীর্ষ সম্মেলনে অংশ নেয়ার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানিকে লিখিত আমন্ত্রণ জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। আগামী ৯ ডিসেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদে এ সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে।
বিশ্বের শীর্ষ তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক থেকে কাতার বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়ার একদিন পর মঙ্গলবার সৌদি বাদশাহ জিসিসির সম্মেলনে দোহাকে আমন্ত্রণ জানাল। এক টুইটে কিউএনএ বলছে, সম্মেলনের জন্য সৌদি বাদশাহর আমন্ত্রণ পেয়েছেন কাতারের আমির।
কাতারের সরকারি বার্তা সংস্থা খবরটি নিশ্চিত করেছে। তবে শেখ তামিম সৌদি আরবে অনুষ্ঠেয় ওই সম্মেলনে যোগ দেবেন কিনা তা পরিষ্কার করেনি বার্তা সংস্থাটি। কাতারের ওপর সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও বাহরাইন প্রায় দেড় বছর ধরে সর্বাত্মক অবরোধ আরোপ করে রেখেছে।
গত সপ্তাহে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে আরবি অনলাইন পত্রিকা আল-আন জানিয়েছিল যে, জিসিসি’র মহাসচিব আবদুল লতিফ বিন রাশিদ আলে জায়ানি কাতারে সফরে যাচ্ছেন এবং তিনি কাতারের আমির শেখ তামিমকে শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার আমন্ত্রণ জানাবেন।
গত মাসে কুয়েতের উপ পররাষ্ট্রমন্ত্রী খালেদ আল-জারাল্লাহ নিশ্চিত করেছিলেন যে, এবারের শীর্ষ সম্মেলনে সদস্য ছয়টি দেশই যোগ দেবে। তিনি এও বলেছিলেন যে, এবারের সম্মেলন পারস্য উপসাগরীয় এলাকার সমস্যা সমাধানের ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সূত্র : আলজাজিরা
