নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করার ক্ষমতা যাদের কাছে

ইসলাম টাইমস ডেস্ক : আসন্ন একাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করার ক্ষমতা যাদের কাছে তারা হলেন : আওয়ামী লীগের শেখ হাসিনা, বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টির মসিউর রহমান রাঙ্গা, গণফোরামের মোস্তফা মোহসীন মন্টু, কৃষক শ্রমিক জনতা লীগের হাবিবুর রহমান, বিকল্পধারার আবদুল মান্নান, এলডিপির কর্নেল অব. অলি আহমদ, জেএসডির আসম আবদুর রব।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের অধ্যক্ষ ইউনুস আহমাদ, খেলাফত মজলিসের মাওলানা মোহাম্মদ ইসহাক, ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মাওলানা আয়াতুল্লাহ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন, জাকের পার্টির মোস্তফা আমির ফয়সাল, তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভান্ডারী ও সৈয়দ রেজাউল হক চাঁদপুরী দলীয় মনোনয়ন চূড়ান্ত করার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি।

আর জেপির শহীদুল ইসলাম, সিপিবির মুজাহিদুল ইসলাম সেলিম, এনপিপির শেখ ছালাউদ্দিন ছালু, জাগপার তাসমিয়া প্রধান ও লুৎফুর রহমান, কল্যাণ পার্টির এম এম আমিনুর রহমান, জাসদের হাসানুল হক ইনু, বাংলাদেশ ন্যাপের গোলাম মোস্তফা ভুঁইয়া, গণফ্রন্টের জাকির হোসেন, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, বিএনএফের আবুল কালাম আজাদ, পিডিপির এম এ হোসেন, সাংস্কৃতিক মুক্তিজোটের আবু লায়েস মুন্না, ন্যাপের আমিনা আহমেদ, বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাইফুল হক, বাংলাদেশ মুসলীম লীগের জুবাইদা কাদের চৌধুরী, বাংলাদেশ জাতীয় পার্টির এম এ মুকিত, এ এন এম সিরাজুল ইসলাম ও জাফর আহমদ জয় দলের প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করার ক্ষমতা রাখেন।

পূর্ববর্তি সংবাদমাওলানা ফরীদ উদ্দীন মাসঊদের ওপর কেন ক্ষুব্ধ অনেকেই?
পরবর্তি সংবাদমক্তব-মাদরাসার শিক্ষকদের জন্যও দরকার শিশু মনস্তত্ত্বের পাঠ, কোমল পরিচর্যা