ইসলাম টাইমস ডেস্ক : শেরপুর-১ আসনে বিএনপির প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, সোমবার বিকেলে সদর উপজেলার ঘুঘুরাকান্দি গ্রামে গণসংযোগে গেলে স্থানীয় আওয়ামী লীগের সমর্থকরা আমার গাড়িবহরে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় আমার সফরসঙ্গী ও অন্যান্য আত্মীয়-স্বজনকে আহত করা হয়। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তাকে সরাসরি ও লিখিত অভিযোগ দিয়েও কোনো সমাধান পাওয়া যায়নি। আমি এসব ঘটনার জন্য আল্লাহর কাছে বিচার দিলাম।
মঙ্গলবার সাড়ে ১০টায় মাধবপুর নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডা. জেবরিন বলেন, আমার জীবন থাকা পর্যন্ত, প্রয়োজনে একা শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকব। যত হামলা-মামলা, নির্যাতন আসুক নির্বাচনের মাঠ ছাড়ব না। জনগণ ভোট দেয়ার সুযোগ পেলে ব্যালটেই এর জবাব দেবে।
এদিকে বিস্ফোরক মামলা ও গ্রেফতারি পরোয়ানার আসামি হিসেবে জেলা শ্রমিক দলের সভাপতি শওকত হোসেন ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জুন, বিএনপি নেতা হাতেম আলীসহ ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
