ইসলাম টাইমস ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্র আছে বলেই দেশের সমৃদ্ধি ও উন্নয়ন হচ্ছে। ৬৭ বছরে আওয়ামী লীগ যত বারই ক্ষমতায় এসেছে আন্দোলন-সংগ্রাম করে গণতন্ত্রের রায় নিয়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। রাতের অন্ধকারে বন্দুকের নল ব্যবহার করে ক্ষমতায় আসেনি।
মঙ্গলবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তায় নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আমরা ভুয়া প্রতিশ্রুতি দিয়ে ভোট নিতে চাই না। যাই বলি, তাই করি। হাসিনা ম্যাজিকে সারা দেশে এখন নৌকার জয়-জয়কার। জাতীয় নির্বাচনে আবারো নৌকায় ভোট দিন। প্রতিটি পরিবারে একজন করে চাকুরি, গ্যাস-বিদ্যুৎ সহ সকল ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করবো।
পথসভায় এ সময় আরও ছিলেন মামুনুর রশিদ কিরন, ডা.এবিএম জাফর উল্যা, আক্তার হোসেন ফয়সাল, প্রমূখ নেতারা উপস্থিত ছিলেন।
