ধানের শীষের পোস্টার ছিঁড়তে গিয়ে আ’লীগ কর্মীর মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক : পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমণিষা ইউনিয়নের সিংগাড়ি গ্রামে রাস্তার উপর ঝুলিয়ে রাখা ধানের শীষের পোস্টার ছিঁড়তে গিয়ে আব্দুল মতিন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মতিন ওই গ্রামের মৃত ইয়াছিন খাঁর ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী।

গ্রামবাসী জানান, শনিবার কতিপয় ব্যক্তি নৌকার পোস্টার ছিঁড়ে ফেলে। এর পাল্টা জবাবে সিংগাড়ি-মেন্দা পাকা রাস্তার উপর ঝুলানো ধানের শীষের পোস্টার ছিড়ে ফেলতে রোববার রাতে আব্দুল মতিন গাছ বেয়ে একটি খড়ের পালার উপর উঠেন। এ সময় পা ফসকে নিচে পাকা রাস্তার উপড় পড়ে গেলে তিনি মাথায় গুরুতর আঘাত পান। তাকে দ্রুত ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সোমবার সন্ধ্যায় সেখানে তার মৃত্যু হয়। আব্দুল মতিনের বড় ভাই জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তি সংবাদসিইসির পদত্যাগ দাবি ঐক্যফ্রন্টের
পরবর্তি সংবাদনির্বাচন কমিশন জনগণের সঙ্গে প্রতারণা করছেন : পীর সাহেব চরমোনাই