ইসলাম টাইমস ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০১৯ সালে আঙ্কারা সফরের আমন্ত্রণ জানিয়েছেন। সোমবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
হোয়াইট হাউসের এক মুখপাত্র বলেন, ‘প্রেসিডেন্ট এরদোগান প্রেসিডেন্ট ট্রাম্পকে ২০১৯ সালে তুরস্ক সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।’
তিনি আরো বলেন, ‘প্রেসিডেন্ট ভবিষ্যতের এমন সফরের আমন্ত্রণের ব্যাপারে সম্মত আছেন। এক্ষেত্রে আপাতত কোন সুনির্দিষ্ট কর্মসূচি না থাকলেও সেটি নিয়ে পরিকল্পনা করা হচ্ছে।’
