ইসলাম টাইমস ডেস্ক : বিএনপির আরও ৩ প্রার্থীর মনোনয়ন স্থগিত করেছেন হাইকোর্ট। উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করে নির্বাচনে অংশ নেওয়ায় তাদের প্রার্থিতা স্থগিত করা হলো।
স্থগিত আদেশ পাওয়া ধানের শীষের প্রার্থীরা হলেন, নাটোর-৪ আসনে আব্দুল আজিজ, গাইবান্ধা-৪ আসনে ফারুক কবির এবং নরসিংদী-৩ আসনে মঞ্জুর এলাহী।
বুধবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগেও একই কারণে বিএনপির কয়েকজন প্রার্থীর নির্বাচন করার সুযোগ আদালতের আদেশে বন্ধ হয়ে যায়।
