যুক্তরাষ্ট্র সরকারের হেফাজতে আরেক শিশুর মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: যুক্তরাষ্ট্র সরকারের হেফাজতে গুয়েতমালার আট বছর বয়সী আরেক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম ফেলিপে আলোঞ্জো-গোমেজ। দেশটির অভিবাসন কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত অতিক্রম করে আটক হওয়ার পর এই মাসে এটি দ্বিতীয় অভিবাসী শিশুর মৃত্যুর ঘটনা। এর আগে জাকেলিন চাল নামে গুয়েতমালার আরও এক শিশুকে আটক করেছিল মার্কিন সরকার। বিচারের আওতায় নেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় ‘তদন্ত’ হবে জানিয়ে ট্রেক্সাসের কংগ্রেসম্যান জাওকুইন ক্যাস্ত্রো বলেছেন, অভিবাসী ও আশ্রয় প্রার্থীদের মানবিক মর্যাদা আমাদের নিশ্চিত করতে হবে। যুক্তরাষ্ট্র সরকারের অধীনে আটকদের চিকিৎসা সহায়তা দিতে হবে।

নিউ মেক্সিকোর সিনেটর মার্টিন হেনরিক টুইটারে লিখেছেন, ‘হৃদয়বিদারক ও পীড়াদায়ক খবর। আমি দ্রুত এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানানোর দাবি জানাই। শিশুটির মৃত্যু এবং অন্তর্দ্বন্দ্বের কারণে সব মানুষের জীবনকে বিপদের মুখে ফেলা ও মানুষের জীবনকে অবজ্ঞা করার জন্য ট্রাম্প প্রশাসনকে অবশ্যই জবাবদিহি করতে হবে।’

সূত্র: বিবিসি

পূর্ববর্তি সংবাদস্টিল মিলে বিস্ফোরণ, ২ শ্রমিক দগ্ধ
পরবর্তি সংবাদসান্তা ক্লজ বলতে কি সত্যি কিছু আছে?: ট্রাম্প