ঐক্যফ্রন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারে: সিএমএইচ-এ শেখ হাসিনা

ইসলাম টাইমস ডেস্ক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্ট যেকোনো সময় নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারে৷ তাদের এমন সিদ্ধান্তে বিভ্রান্ত না হয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন।

আজ সকালে, বিএনপি-জামায়াত কর্তৃক হামলায় গুরুতর আহত দিনাজপুরের আওয়ামী লীগ নেতা ড. মাহবুবুর রহমানকে দেখতে রাজধানীর সিএমএইচ-এ একথা বলেন।

শেখ হাসিনা বলেন, প্রচারণা শুরুর পর থেকে বিভিন্ন জেলায় চোরাগোপ্তা হামলায় প্রাণ গেছে ৬ আওয়ামী লীগ কর্মীর। আহত হয়েছেন ৪ শতাধিক। অথচ আওয়ামী লীগের বিরুদ্ধেই নালিশ করে বেড়াচ্ছে ঐক্যফ্রন্ট।

শেখ হাসিনা বলেন, ‘আমি চাই আগামীকাল অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ একটি নির্বাচন হোক। সেটাই আমদের কাম্য। তবে সেই সাথে আমি আমার নেতাকর্মীদের সতর্ক করে বলতে চাই যে, ওদের একটা স্বভাব আছে নির্বাচনের মাঝপথে হঠাৎ করে তারা ঘোষণা দিবে আমরা নির্বাচন করবো না, আমরা আমাদের প্রার্থীদের প্রত্যাহার করে নিলাম। সেক্ষেত্রে আমি আমার এবং অন্যান্য দলের প্রার্থীদের বলবো আপনারা নির্বাচন চালিয়ে যাবেন।’

তিনি আরও বলেন, ‘প্রত্যেকটা ভোট কেন্দ্রে যারা আমাদের এজেন্ট হিসেবে থাকবে তারা ফলাফল ঘোষণা না দেয়া পর্যন্ত কেন্দ্রে থাকবেন। নির্বাচন চালিয়ে যেতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘বিএনপি যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নমিনেশন দেয় নাই। ফলে নিজেদের ভেতরেই সংঘাত করছে বিএনপি এবং তার দায় চাপাচ্ছে আওয়ামী লীগের ওপরে।’ – সময় টিভি

পূর্ববর্তি সংবাদবিভিন্ন সময় ভোটের মাধ্যমেও অনেক সুফল এসেছে: মুফতি আবুল হাসান মুহাম্মাদ আবদুল্লাহ
পরবর্তি সংবাদআওয়ামী লীগও ভোটকেন্দ্র পাহারা দেবে : ওবায়দুল কাদের