ইসলাম টাইমস ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী কাল রবিবার। নির্বাচনের একদিন আগে যানজটের নগরী ঢাকা এখন পুরাই ফাঁকা। নেই কোথাও কোনো ভিড়, নেই কোথায় কোনো যানজট।
আজ শনিবার রাজধানীর অধিকাংশ রাস্তাঘাট অনেকটাই জনশূন্য। নির্বাচন উপলক্ষে দু-তিন দিন আগ থেকে লোকজন গ্রামের বাড়িতে গেছেন।
ব্যস্ত নগরীতে মানুষের আনাগোনা কমে যাওয়ার পাশাপাশি যানবাহনও অনেক কম দেখা গেছে। রাস্তায় কিছু প্রাইভেট কার, সিএনজি ও রিকশা আছে। বাসের সংখ্যা একদম কম।
রাজধানীর ডেমরা, রামপুরা, বাড্ডা, কুড়িল ও মিরপুরের সড়কগুলোতে দেখা গেছে, গাড়ির সংখ্যা খুবই কম। যাত্রীর সংখ্যা আরও কম। রাস্তায় কোথাও কোনো যট নেই, ভিড় নেই।
