নৌকার জয় হবেই হবে : প্রধানমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয়ের আশা প্রকাশ করে বলেছেন, আমরা মনে করি নৌকার জয় হবেই হবে।

রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পর রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমি কোনো সহিংসতা চাই না। মানুষ যাকে খুশি তাকে ভোট দেবে। বিজয়ী করবে। নির্বাচনে জনগণ যে রায় দেবে, মাথা পেতে সেই রায় মেনে নেব।

শেখ হাসিনা বলেন, আমি সবার কাছে নৌকা মার্কায় ভোট চাই। দেশের উন্নয়ন যেন অব্যাহত থাকে সেটা চাই।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা ও মেয়ে সায়মা ওয়াজেদ।

পূর্ববর্তি সংবাদদেড় ঘন্টায় ১৪০০ ভোট কিভাবে সম্ভব? : মনজু
পরবর্তি সংবাদসন্ত্রাস-সহিংসতা আজকের পর থেকে বন্ধ হবে: জয়