ইসলাম টাইমস ডেস্ক : আওয়ামী লীগের কর্মীদের ঘরোয়াভাবে বিজয় উদযাপন এবং বাড়াবাড়ি না করার আহবান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আমি আশা করি, আমাদের কর্মীরা সংযত হয়ে বিজয়ের আনন্দ ঘরোয়াভাবে উদযাপন করবেন। কোন বাড়াবাড়ি করবেন না এবং আমাদের প্রতিপক্ষের নেতাকর্মীর সঙ্গে খারাপ আচরণ করবেন না।
সোমবার সকাল ১১টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিজয়োত্তর পথসভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, আমি শুধু আপনাদেরকে বলব প্রতিপক্ষের ওপর রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হবেন না। যেটা আমরা অতীতেও করিনি। আমি সে ঘটনার পুনরাবৃত্তি করব না এবং প্রতিহিংসা পরায়ণ হবো না। আমি কোন প্রকার প্রতিশোধ নেওয়ার পক্ষপাতিত্ব নয়। শুধু আমার এলাকায় নয়, সারা দেশের নেতাকর্মীদেরকে আমার এই নির্দেশ পালনের আহবান জানাচ্ছি।
এ সময় বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাব উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান বাদল, উপজেলা আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাদারণ সম্পাদক নুর নবী চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
