বিএনপিকে আমি রাজনৈতিক দল মনে করি না: শিল্পমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক : শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, বিএনপি এটা কোনো রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ বিরোধী একটি প্ল্যাটফর্ম মাত্র। তারা একেক সময় একেকভাবে আবির্ভূত হয়। তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। বিএনপির মতো এরকম বহু দল চলে গেছে। ইতিহাসে তাদের নাম নেই। তাছাড়া বিএনপিকে আমি রাজনৈতিক দল মনে করিনা। কারণ তারা জনগণের কথা ভাবে না। জনগণের কথা ভাবলে বোমা আর আগুন সন্ত্রাস করে মানুষকে পুড়িয়ে মারতো না।

শুক্রবার দুপুরে নিজ জেলা ও উপজেলার প্রশাসনিক কর্মকর্তা ও তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে নরসিংদী সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা করেন।

তিনি বলেন, নির্বাচনে আমরা জনগণের একটি বৃহৎ অংশর ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছি। তাই আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য হচ্ছে জনগণের প্রত্যাশা পুরণ করা। আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের কর্ম পরিকল্পনা সাজিয়ে রেখেছি। সেই হিসেবে সকল উন্নয়ন বাস্তাবায়ন হবে।

পূর্ববর্তি সংবাদপরীক্ষার প্রশ্নফাঁস রোধে কঠোর হব: নওফেল
পরবর্তি সংবাদদাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া বা পান করা কি গুনাহ?