৩২ হাজার পরিবার পাকা বাড়ি পাবে : ত্রাণ প্রতিমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, যাদের জমি আছে বাড়ি নেই, সারাদেশে- এমন ৩২ হাজার পরিবার পাবে পাকা বাড়ি। প্রতি জেলায় ৫০০ করে বাড়ি দেওয়া হবে এ সব পরিবারকে।

আজ মঙ্গলবার দুপুরে নীলফামারী সফরে এসে সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা জানান তিনি।

এ সময় তিনি আরো জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে সারা দেশে ১৫ মিটার দীর্ঘ ১৩ হাজার সেতু নির্মাণের জন্য ইতিমধ্যে বরাদ্দ দেয়া হয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দ্রুত এসব সেতুর নির্মাণ কাজ সমাপ্ত করা হবে।

মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ নিয়ে প্রথম নীলফামারী জেলা সফরে এসে দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় অংশ নেন তিনি। এরপর বিকালে সদর উপজেলার পলাশবাড়ি পরশমনি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে ৩ হাজার কম্বল ও ৫০ পরিবারের মাঝে চাল ডালসহ শুকনো খাবারের প্যাকেট বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ হাশিম ও জেলা প্রশাসক নাজিয়া শিরিন।

পূর্ববর্তি সংবাদপূর্ব তুর্কিস্তান : উইঘুর মুসলমানের হারানো মানচিত্র
পরবর্তি সংবাদপ্রধানমন্ত্রী আবারও একটি সংলাপ করবেন : এইচটি ইমাম