নো-ম্যানস ল্যান্ডে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ডুবিয়ে মারতে বাঁধ তৈরি করছে মিয়ানমার!

ইসলাম টাইমস ডেস্ক : বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের তুমব্রু খাল সংলগ্ন নো-ম্যানস ল্যান্ডে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের তাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে মিয়ানমার সরকার। তারা ব্রিজ তৈরির নামে সীমান্তবর্তী খালের উপর বাঁধ নির্মাণ করছে। এতে ক্ষতিগ্রস্থ হবে সীমান্তবর্তী বাংলাদেশের কয়েকটি গ্রামও।

এ নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারকে চিঠি দিয়ে বারবার অবহিত করা হলেও নির্মাণ কাজ বন্ধ হয়নি। বরং আরো দ্রুত গতিতে শ্রমিক বাড়িয়ে দিনরাত ব্রিজের নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে মিয়ানমার। খবর দ্য ডেইলি স্টারের

স্থানীয় ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান এ.কে. জাহাঙ্গীর আজিজ বলেন, মিয়ানামার তুমব্রু সীমান্ত খালে ব্রিজ নির্মাণের ফলে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু এলাকার কোনারপাড়াসহ একটি বিশাল অংশ আগামী বর্ষা মৌসুমে প্লাবিত হবে। এতে কোন সন্দেহ নেই। এসময় তুমব্রু এলাকার অন্তত ১০/১৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে অবস্থানরত ৫ হাজার রোহিঙ্গা পাহাড়ি ঢলের পানিতে ভেসে যেতে পারে।

এ সময় মিয়ানমার সরকার কৌশলী অবস্থান নিয়ে সীমান্তের রোহিঙ্গাদের তাড়াতে ব্রিজটি নির্মাণ করছে বলেও অভিযোগ করেন তিনি।

স্থানীয় সূত্রগুলো বলছে, মিয়ানমার সরকার তুমব্রু সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে অবস্থানরত রোহিঙ্গাদের সরাতে নানা চেষ্টা চালিয়ে আসছে। তাদের উপর হামলা, ভয়ভীতি, খালি মদের বোতল নিক্ষেপ, ফাঁকা গুলি বর্ষণসহ অনেক রকম চেষ্টা করেছে তারা। তবে সব ধরনের চেষ্টা ব্যর্থ হওয়ায় খালে ব্রিজ তৈরির নামে বাঁধ নির্মাণ করা হচ্ছে।

বাংলাদেশের বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের কুনারপাড়া সীমান্তের তুমব্রু খালের পাশে নো-ম্যাসন ল্যান্ডে আশ্রয় নেয় প্রায় ৫ হাজার রোহিঙ্গা। মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে পালিয়ে এসে ২০১৭ সালের ২৫ আগস্টে এই রোহিঙ্গারা খালেরপাড়ে গড়ে তুলেছে একটি বস্তি।

পূর্ববর্তি সংবাদশরিকরা বিরোধী দলে থাকলে সরকারের সমালোচনার সুযোগ থাকবে : ওবায়দুল কাদের
পরবর্তি সংবাদদুর্নীতির বিরুদ্ধে আরও কঠোর হওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী