আল্লামা শফী নারীশিক্ষার বিরুদ্ধে নয়, তাদের নিরাপত্তার কথা বলেছেন : আল্লামা হবিগঞ্জী

ইসলাম টাইমস ডেস্ক: সিলেটের জামেয়া আরাবিয়া উমেনগর মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস মাওলানা তাফাজ্জুল হবিগঞ্জী বলেছেন, মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জী আরো বলেন, আল্লামা আহমদ শফী পর্দার ওয়াজ করেছেন, কোরআন হাদিসের কথা বলেছেন। নারীশিক্ষার বিরুদ্ধে বলেননি। নারীদের হেফাজতের কথা বলেছেন। যারা আল্লামা আহমদ শফীর বক্তব্য না বুঝে তার সমালোচনা করে মূলত তারাই নারীবিদ্বেষী।

শুক্রবার সিলেটের নূরুল হেরা কমপ্লেক্স জামে মসজিদের জুমআর বয়ানে তিনি এসব কথা বলেন।

মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জী বলেন, হেফাজত ইসলামের আমীর আল্লামা আহমদ শফীর বক্তব্য নারী শিক্ষার বিরুদ্ধে নয়, বরং নারীদের ইজ্জত-আব্রুর নিরাপত্তার স্বার্থে। কিন্তু কতিপয় লোক ও কুচক্রী মহল আল্লামা আহমদ শফীর বক্তব্যের অপব্যাখ্যা করে সমালোচনা ছড়াচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আল্লামা আহমদ শফী বলেছেন মেয়েদেরকে কলেজ-ভার্সিটিতে পড়তে হলে পর্দার সাথে পড়াবেন। নতুবা নারীদের জন্য স্বল্প শিক্ষাই যথেষ্ট। আল্লামা আহমদ শফীর বক্তব্যকে পরিকল্পিতভাবে অপব্যাখ্যা করে সমালোচনা করা হয়েছে।

তিনি বলেন, যারা আল্লামা আহমদ শফীর বক্তব্যের সমালোচনা করছেন, যখন স্কুল-কলেজের ছাত্রীরা ধর্ষিত হয় তখন তারা প্রতিবাদ করেন না কেন? তখন তারা কোথায় থাকেন?

পূর্ববর্তি সংবাদআমরা যারা ব্যর্থ তারা সরে গেলেই বিএনপি ঘুরে দাঁড়াবে: ড. মোশাররফ
পরবর্তি সংবাদকেন হারিয়ে যাচ্ছে কিশোরদের আদব-কায়দা : কী বলেন আলেমরা?