নিজস্ব প্রতিবেদক : দেশের খ্যাতিমান আলেম ও বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহ-সভপতি মাওলানা আবদুল হামিদ (মধুপুরের পীর)-এর গাড়িতে হামলা, ভাঙচুর ও অর্থ লুটের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, কোনো সংঘবদ্ধ ডাকাত চক্র এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।
এ সময় গাড়িতে আরও ছিলেন মাওলানা আবদুল হামিদের ছেলে মাওলানা উবায়দুল্লাহ কাসেমী, মধুপুর মাদরাসার শায়খুল হাদিস মুফতি কামরুজ্জামান, মুফতি শেখ বোরহান উদ্দিন ও মুফতি মিজানুর রহমান।
মাওলানা আবদুল হামিদের বিশেষ সহকারী ও প্রত্যক্ষদর্শী মুফতি শেখ বোরহান উদ্দিন ইসলাম টাইমসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল রাত সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার কলেজগেট এলাকায় এই ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে জানা যায়, গতকাল রাতে মুন্সিগঞ্জ মাহফিল শেষে সিরাজখানের কলেজগেট এলাকা থেকে মধুপুর ফেরার পথে রাস্তায় একদল সশস্ত্র লোক গাড়ি থামায় এবং কিছু বুঝে ওঠার আগেই গাড়ি ভাঙচুর শুরু করে।
তারা সঙ্গে থাকা নগদ অর্থ ও উপস্থিত সবার মোবাইল ফোন নিয়ে যায়। তবে শারীরিকভাবে কাউকে লাঞ্ছিত করা হয়নি।
এ দিকে মাওলানা আবদুল হামিদের গাড়িতে হামলার ঘটনায় স্থানীয় উলামায়ে কেরাম ও মুসল্লিরা বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন। আজ বিকেল ৩টায় সৈয়দপুর বাজার থেকে মিছিল শুরু হওয়ার কথা রয়েছে।
