নাটোরে পৌর কাউন্সিলরকে দিনদুপুরে কুপিয়ে হত্যা

ইসলাম টাইমস ডেস্ক: নাটোরের লালপুর উপজেলায় গোপালপুর পৌরসভার ৯ ওয়ার্ডের কাউন্সিলর জামিরুল ইসলামকে (৪২) দিনদুপুরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রবিবার বেলা পৌনে ১ টার দিকে জমিরুলের বাড়ির পাশে বিরোপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত জমিরুল উপজেলার বিরোপাড়া মহল্লার কমর উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীরা জানায়, বেলা পৌনে ১ টার দিকে জমিরুল তার বাড়ি থেকে মসজিদে যাওয়ার পথে বিরোপাড়া মোড়ে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, ‘কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

পূর্ববর্তি সংবাদবাসের জানালা দিয়ে মুখ বের করতেই থেঁতলে যায় মাথা
পরবর্তি সংবাদনারায়ণগঞ্জে মাইক্রোবাস খাদে পড়ে যুবলীগ নেতাসহ নিহত ৪