নারায়ণগঞ্জের চাঁদমারী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

ইসলাম টাইমস ডেস্ক : নারায়ণগঞ্জের চাঁদমারী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে ।

সোমবার (২১ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান, চাঁদমারী বস্তিতে আগুনের খবরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।

এদিকে বস্তিতে প্রায় পঞ্চাশটির বেশি ঘর রয়েছে বলেও জানান তিনি।

পূর্ববর্তি সংবাদজামালপুরে ইয়াবা কারবারী গ্রেফতার
পরবর্তি সংবাদদলের নেতা-কর্মীদের ধৈর্য ও সংযমের সঙ্গে চলার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী