নেত্রকোণায় ডাক্তার হত্যা মামলায় গ্রেফতার ৫

ইসলাম টাইমস ডেস্ক : নেত্রকোণা সদরের নারায়ণপুর গ্রামের  ডাক্তার মো. হাদিছ মিয়া (৪৮) হত্যার ঘটনায় বাবা-ছেলেসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২০ জানুয়ারি) রাতে নিহতের ছেলে  মো. মিজানুর রহমানের দায়ের করা একটি মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- আব্দুল গফুরের ছেলে সামছুল হক, আব্দুল আলীর ছেলে লালন মিয়া, কাছম আলীর ছেলে বাচ্চু মিয়া এবং মো. রুবেল হোসেন ও তার বাবা আব্দুল মজিদ।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান গণমাধ্যমকে জানান, শনিবার (১৯ জানুয়ারি) সকালে দীঘলা চাতালকোণা বাজারের পাশে একটি ফসলের জমি থেকে হাদিছ মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

রবিবার সন্ধ্যায় নিহতের ছেলে মিজানুর রহমান নেত্রকোণা মডেল থানায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে এ মামলায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদদলের নেতা-কর্মীদের ধৈর্য ও সংযমের সঙ্গে চলার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদবাইতুল মুকাদ্দাসসহ পবিত্র শহরগুলো রক্ষা করার দায়িত্ব আমাদের, এরদোগান