আসামিদের সঙ্গে গোপন যোগাযোগ, দুদক পরিচালক ফজলুল হক বরখাস্ত

ইসলাম টাইমস ডেস্ক: আসামিদের সঙ্গে গোপন যোগাযোগ এবং তদন্তের তথ্য ফাঁস করার অভিযোগে সদ্য পদোন্নতিপ্রাপ্ত দুর্নীতি দমন কমিশনের পরিচালক এ কে এম ফজলুল হককে সাময়িক বরখাস্ত করেছে সংস্থাটি।

আজ মঙ্গলবার তাকে সাময়িক বরখাস্ত করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা।

ফজলুল হক দুদকের প্রধান কার্যালয় সেগুনবাগিচায় অনুসন্ধান ও তদন্ত-২ বিভাগে কর্মরত ছিলেন।

ফজলুল হকের বরখাস্তের বিষয়ে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘খারাপ কাজ করলে বহিষ্কার হবে। সে তো সদ্য পদোন্নতি পেয়েছে, এরপরও তো কোনো মাফ নেই। যারাই আমাদের নজরে আসবে, তাদেরকে বহিষ্কার করা হবে।’

দুদকের দুর্নীতিবাজ কর্মকর্তাদের তালিকা করা হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোন লিস্ট করছি না। যাদের চলমান কাজের মধ্যে গাফিলতি পাওয়া যাবে, তাদেরকে বহিষ্কার করা হবে।’

পূর্ববর্তি সংবাদওয়াজ-মাহফিলে জনপ্রতিনিধি ও প্রভাবশালীরা কেন আসবেন? কী বলবেন?
পরবর্তি সংবাদআগামীকাল সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক, যাচ্ছেন উলামায়ে কেরাম