ইসলাম টাইমস ডেস্ক: ভূত তাড়ানোর নামে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক তান্ত্রিকের বিরুদ্ধে। অভিযুক্ত তান্ত্রিককে গ্রেফতার করা হয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির ধূপগুড়িতে ঘটনাটি ঘটেছে।
পরিবারের বরাত দিয়ে জি নিউজের খবরে বলা হয়, ওই কলেজছাত্রী অন্ধকার দেখে ভয় পেতেন। সম্প্রতি রাতে টয়লেট শেষে ঘরে আসার পথে তাকে ভূতে ধরেছে বলে চিৎকার শুরু করেন। তাতে ভয় পেয়ে যায় পরিবারের লোকজন।
এরপর গত বৃহস্পতিবার ময়নাগুড়ির বাসিন্দা তান্ত্রিক (ওঝা) পরিতোষ রায়ের কাছে যায় ছাত্রীর পরিবারের সদস্যরা। এ দিনই ছাত্রীর বাড়িতে চলে আসেন তান্ত্রিক পরিতোষ রায়। শুরু করেন ঘর বন্ধ করে পূজা-পাঠ।
পরের দিন শুক্রবার রাতে পূজা-পাঠের সময় বাড়ির সবাইকে চলে যেতে বলেন পরিতোষ রায়। প্রায় ৩০ মিনিট পর বাড়ির লোকজন এসে দেখেন তান্ত্রিক নগ্ন অবস্থায় আছেন।
এ ঘটনার পর শনিবার রাতে ধূপগুড়ি থানায় গিয়ে অভিযোগ করেন পরিবারের লোকজন। পরে পুলিশ পরিতোষ রায়কে গ্রেফতার করে। প্রাথমিকভাবে ধর্ষণের কথা স্বীকার করেন ওই তান্ত্রিক। পরে তাকে আদালতে নিয়ে আসা হলে বিচারক জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
