ইসলাম টাইমস ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশে গণতন্ত্র ও উন্নয়ন একসঙ্গে এগিয়ে যাবে। সরকারের লক্ষ্য তৃণমূল পর্যায় থেকে দেশের উন্নয়ন নিশ্চিত করা।’
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে যান বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ। এ সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
জার্মানির বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তাঁর সরকার বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জার্মানির বিনিয়োগকারীদের জন্য জমি বরাদ্দ দিতে প্রস্তুত। জাপান, চীন, দক্ষিণ কোরিয়া এবং আরও কিছু দেশকে ইতিমধ্যে শিল্প স্থাপনের জমি বরাদ্দ দেওয়া হয়েছে বলেও রাষ্ট্রদূতকে জানান প্রধানমন্ত্রী।
জার্মান রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের একটি বার্তা পৌঁছে দেন, যেখানে জার্মান চ্যান্সেলর প্রধানমন্ত্রীর নতুন মেয়াদে দায়িত্ব গ্রহণের সাফল্য কামনা করেন। বার্তায় জার্মান চ্যান্সেলর বলেন, ‘আপনার দেশ অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার প্রেক্ষাপটে আমি এ দেশের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।’
জার্মানির রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ বলেন, শিগগির দুটি জার্মান প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসবে। বাংলাদেশের বিশাল সম্ভাবনা রয়েছে এবং দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর মতো বহু খাত রয়েছে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মো. জয়নুল আবেদিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
