মদিনার বিশিষ্ট আলেম শায়েখ আল-আমারীকে ‘বিষ’ প্রয়োগে হত্যার অভিযোগ

ইসলাম টাইমস ডেস্ক : সৌদি আরবের বিশিষ্ট আলেম শায়েখ আল-আমারিকে মদিনা শরিফের কারাগারের মধ্যে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার বরাত দিয়ে দেশটির মানবাধিকার কর্মীরা জানান, ৬৯ বছর বয়সী আহমেদ আল-আমারিকে কারাগারে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। তাকে কারাগারে অস্বাস্থ্যকর পরিবেশে রাখার পাশাপাশি নির্যাতনেরও অভিযোগ করেন তারা।

পাঁচ মাস আগে মদিনা ইউনিভার্সিটির সাবেক ডিন আল আমারির পাশাপাশি তার সহযোগী সাফার আল হাওয়াইকে গ্রেপ্তার করে সৌদি কর্তৃপক্ষ। এর আগে, সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক নিয়ে একটি বই প্রকাশের পরপরই আটক করা হয় সাফার আল হাওয়াইকে।

তবে আল আমারির মৃত্যুর বিষয়ে এখনো কোনো বিবৃতি দেয়নি সৌদি আরব।

আরও পড়ুন : কারাগারেই মৃত্যুবরণ করলেন মদিনা ভার্সিটির বিশিষ্ট আলেম শায়েখ আল-আমারী

পূর্ববর্তি সংবাদত্রিপুরায় শতাধিক খ্রিস্টানকে হিন্দু ধর্মে ধর্মান্তর 
পরবর্তি সংবাদওয়াজ-মাহফিলে জনপ্রতিনিধি ও প্রভাবশালীরা কেন আসবেন? কী বলবেন?