ইসলাম টাইমস ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমগীর অভিযোগ করে বলেছেন, ‘আওয়ামী লীগ ও বর্তমান নির্বাচন কমিশনের অধীনে দেশে আর কোনও সুষ্ঠু নির্বাচন হবে না। তারা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে, জনগণের মতামতকে প্রাধান্য দেয় না।’
মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও পৌর মিলনায়তনে নির্বাচনোত্তর এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমি মনে করি ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিএনপি পরাজিত হয়নি; এটা আসলে আওয়ামী লীগের পরাজয়। এখানে পরাজিত হয়েছে মানুষের মুক্তি, স্বাধীনতার চেতনা ও মূল্যবোধ। এখানে পরাজিত হয়েছে দেশ।’
তিনি আরও বলেন, ‘এক রাতে ডাকাতি করে সবই যেন নিয়ে গেছে ডাকাত; মানুষের শুভবোধ, চিন্তা-ভাবনা-চেতনা, সবই অকস্মাৎ কেড়ে নেওয়া হয়েছে।’
৩০ ডিসেম্বরকে বাংলাদেশের গণতন্ত্রের হত্যা দিবস মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়াতে জানে। সংবিধান ও অধিকার পুনরুদ্ধারে জেগে উঠতে হবে।’
জেলা বিএনপি সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় সহ-সভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, যুগ্ম-সম্পাদক পয়গাম আলীসহ অনেকে বক্তব্য রাখেন।
