দিল্লিতে কেজরিওয়াল বেতন বাড়ালেন ইমাম-মুয়াজ্জিনদের

ইসলাম টাইমস ডেস্ক: দিল্লির আলোচিত মুখ্যমন্ত্রী কেজরিওয়াল সেখানকার ইমাম-মুয়াজ্জিনদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছেন। দিল্লির প্রাদেশিক সরকারের পক্ষ থেকে ওয়াকফভুক্ত মসজিদের ইমামদের মাসে ১০ হাজার থেকে বাড়িয়ে ১৮ হাজার টাকা এবং মুয়াজ্জিনদের ৯ হাজার থেকে বাড়িয়ে ১৬ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছেন মুখমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

ওয়াকফ বোর্ডের অধীনে ১৮৫টি মসজিদের ২৬০ জন ইমাম ও মুয়াজ্জিন এ সুবিধা পাবেন। ওয়াকফ বোর্ডের বাইরে থাকা প্রায় দেড় হাজার মসজিদকেও এ সুবিধার আওতায় আনা হয়েছে।এসব মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের যথাক্রমে ১৪ হাজার ও ১২ হাজার টাকা করে দেয়া হবে।

২৩ জানুয়ারি দিল্লি ওয়াকফ বোর্ড আয়োজিত এক সম্মেলনে হাজারো ইমাম মুয়াজ্জিনদের উপস্থিতিতে এ ঘোষণা করেন দিল্লির মুখমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

ইমাম ও মুয়াজ্জিনদের বেতনবৃদ্ধিসহ তাদের জন্য দিল্লি সরকার কাজ করছে জানিয়ে কেজরিওয়াল বলেন, আমরা আপনাদের জন্য নিয়মিত কাজ করছি, ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

দিল্লি ওয়াকফবোর্ডের চেয়ারম্যান আমানতুল্লাহ খান মুখ্যমন্ত্রীর এ ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত।’

জানুয়ারি মাসের বর্ধিত বেতন ফেব্রুয়ারিতে সংশ্লিষ্টদের ব্যাংক অ্যাকাউন্টে যোগ হবে।

বিজেপিকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে কেজরিওয়াল মুসলিম সম্প্রদায়ের উদ্দ্যেশে বলেন, , ‘ভোট ভাগাভাগি হলে দিল্লির সাতটি আসনেই বিজেপি’র জয়ী হতে সুবিধা হবে। যদি আপনাদের ভোট ভাগ হয়ে যায় তাহলে দেশের প্রচুর ক্ষতি হবে।’

সূত্র: ভারতের সংবাদ মাধ্যম মিল্লাত টাইমস

পূর্ববর্তি সংবাদফখরুল বললেন, প্রধানমন্ত্রীর বক্তব্য ‘প্রতারণামূলক’
পরবর্তি সংবাদকুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ইয়াবা কারবারী নিহত