সিদ্ধিরগঞ্জে গায়ে হলুদের অনুষ্ঠানে বেশি মদপান করে তিন যুবকের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: অতিরিক্ত মদ পান করে তিন যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। জানা গেছে, নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে অতিরিক্ত মদপান করে আশিক, আকিব ও রাসেল নামে তিন যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন শাহ পারভেজ জানান, ২৩ জানুয়ারি (বুধবার) রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া ঈদগাহ সংলগ্ন আমিনুল হকের মেয়ে আরমিন হকের বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত মদপান করায় চার যুবক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে আশিক, আকিব ও রাসেল নামে তিন যুবক মারা যান। অপর জন এখনও চিকিৎসাধীন।

এলাকাবাসী জানায়, গত বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের পাইনাদী মতিন ব্রিজ এলাকার ওমর আলীর ছেলে তোফায়েল হোসেন ও কনে আরমিন হকের বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে গায়ে হলুদ অনুষ্ঠিত হয়। বর ও কনের বাড়িতে পৃথক গায়ে হলুদ অনুষ্ঠানে গান-বাজনার পাশাপাশি আতশবাজির ব্যবস্থাও করা হয়েছিল।

পূর্ববর্তি সংবাদআশরাফের আসনে ভাই-বোনের মনোনয়ন যুদ্ধ!
পরবর্তি সংবাদগণহত্যার দায়ে মিয়ানমার সেনাপ্রধানের বিচার হওয়া উচিত : জাতিসংঘের পর্যবেক্ষক