বিক্ষোভে পাথরের জবাবে গুলি, গাজায় নিহত ২

ইসলাম টাইমস ডেস্ক : গাজা উপত্যকায় নিজেদের বসতবাড়িতে ফেরার দাবিতে ফিলিস্তিনিদের সাপ্তাহিক বিক্ষোভে ইসরাইলি সেনাদের গুলিতে একজন নিহত হয়েছেন।

শুক্রবার অন্তত ১০ হাজার বিক্ষোভকারী ইসরাইলি সীমান্তে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।বিক্ষোভকারীদের কেউ কেউ ইহুদি সেনাদের দিকে পাথর ছুড়ে মারলে জবাবে তারা গুলি ছোড়েন। খবর রয়টার্সের।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শুক্রবার ইসরাইলি সেনাবাহিনীর হামলায় পশ্চিমতীরে আরেক ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরাইলি সেনাবাহিনী বলেছে, ইসরাইলি যানবাহন লক্ষ্য করে পাথর নিক্ষেপ করায় তিন ফিলিস্তিনিকে তারা প্রকাশ্যে গুলি করেছে। চিকিৎসা জন্যে নেয়ার সময় তাদের একজনের মৃত্যু হয়েছে।

এদিকে বিক্ষোভে গুলি করার কারণ হিসেবে ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র বলেন, আমাদের সেনারা দাঙ্গা ছত্রভঙ্গ করে দেয়ার ‘মাধ্যম’ ব্যবহার করেছেন।

১৯৪৮ সালে অবৈধ রাষ্ট্র ইসরাইল প্রতিষ্ঠার সময় লাখ লাখ ফিলিস্তিনিকে তাদের বসতবাড়ি থেকে উৎখাত করা হয়েছে। কেউ কেউ ইহুদি দাঙ্গাকারীদের হামলায় নিজ বাসভূমি থেকে পালিয়ে এসেছেন।

গত নয় মাস ধরে পিতৃভূমিতে ফেরার অধিকার দাবিতে ও একদশকের ইসরাইলি অবরোধের অবসানে গাজার ফিলিস্তিনিরা বিক্ষোভ করছেন। উপত্যাকাটিতে ২০ লাখ মানুষের বসবাস, যাদের অধিকাংশই শরণার্থী।

পূর্ববর্তি সংবাদগত পাঁচ বছরে ৪৫ হাজারের বেশি আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত
পরবর্তি সংবাদচুয়াডাঙ্গায় অভ্যন্তরীণ কোন্দলে ছাত্রলীগ কর্মী মিরাজের পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষ