শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ট্রাম্প

ইসলাম টাইমস ডেস্ক: টানা তৃতীয় বারের মত বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সংসদ নির্বাচনের পর এক চিঠিতে ট্রাম্প এই অভিনন্দন জানান। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ডেপুটি স্পোকসপারসন রবার্ট পালাডিনো এক বিবৃতিতে বলেন, নির্বাচনে ভোট দেয়া কোটি বাংলাদেশিকে অভিনন্দন জানায় যুক্তরাষ্ট্র। পাশাপাশি ২০১৪ সালের নির্বাচন বর্জনের পর এবারের নির্বাচনে সব দলের অংশগ্রহণ ‘ইতিবাচক অগ্রগতি’ হিসেবেও আখ্যা দেয় দেশটি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৯টি আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। জোটগতভাবে তারা পেয়েছে ২৮৮টি আসন।

নির্বাচনে নিরঙ্কুশ জয় নিয়ে টানা তৃতীয় ও চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা।

পূর্ববর্তি সংবাদসদরঘাটে ডিঙ্গি নৌকা ‍ডুবে ৪জন নিখোঁজ, ২জনের লাশ উদ্ধার
পরবর্তি সংবাদস্বাধীনতা লাভের পর ২৮ বছরে ২৫০০ মসজিদ নির্মাণ করেছে কিরগিজস্তান