ইসলাম টাইমস ডেস্ক: রামমন্দির-বাবরি মসজিদ মামলায় ২৪ ঘণ্টার মধ্যেই রায় দিয়ে দিতে পারতেন বলে জানালেন ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ।
যোগী বলেন, কেন অযথা দেরি করছে সুপ্রিম কোর্ট মামলার রায় দিতে? এতে কি সুপ্রিম কোর্টই মানুষের আস্থা হারাচ্ছে না? হয় আদালত তড়িঘড়ি ওই মামলার রায় দিক। তা না পারলে মামলাটি তুলে দেয়া হোক আমাদের হাতে। ২৪ ঘণ্টার মধ্যেই রায় দিয়ে দেব।
ভারতীয় এক টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে শনিবার আদিত্যনাথ বলেছেন, লাখ লাখ মানুষ যা চাইছেন, আমরা চাই, সুপ্রিম কোর্ট দ্রুত ওই মামালার রায় দিয়ে সেটাই করুক।
তার আরো অভিযোগ, কংগ্রেসই চাইছে না রামমন্দির মামলার নিষ্পত্তি হয়ে যাক লোকসভা ভোটের আগে।
আদিত্যনাথের কথায়, অযোধ্যা বিতর্ক মেটার পর তিন তালাক প্রথা নিষিদ্ধ করার বিষয়টি কার্যকর হবে। তার ফলে ভারতে তোষণের রাজনীতির দিন শেষ হয়ে যাবে।
