সিরিয়াকে আরবলিগে সদস্যপদ ফিরিয়ে দিতে রাশিয়ার সাথে সুর মেলাল তিউনিশিয়া

ইসলাম টাইমস ডেস্ক: তিউনিশিয়ার পররাষ্ট্রমন্ত্রী খেমাইয়েস ঝিনাউয়ি বলেছেন, সিরিয়াকে আরব লীগের সদস্য পদ ফিরিয়ে দিতে হবে। ২২ সদস্যের আরব লীগে সদস্য পদ ফিরে পাওয়া সিরিয়ার স্বাভাবিক অধিকার। সিরিয়া হচ্ছে একটি আরব রাষ্ট্র এবং আরব লীগে সদস্য পদ থাকা তার জন্য স্বাভাবিক ব্যাপার।”

শনিবার রাজধানী তিউনিসে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক সংবাদ সম্মেলনে ঝিনাউয়ি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আরব লীগে সিরিয়ার প্রত্যাবর্তন তিউনিশিয়ার ওপর নির্ভর করে না বরং এটা সম্পূর্ণভাবে আরব লীগের বিষয়। সংস্থার পররাষ্ট্রমন্ত্রীরা সিদ্ধান্ত নিলেই সেটা সম্ভব। এখানে আমাদের স্বার্থ হলো- সিরিয়ার স্থিতিশীলতা ও নিরাপত্তা।

সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রীও সিরিয়াকে আরব লীগের সদস্য পদ ফিরিয়ে দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে আনার জন্য তিউনিশিয়া উদ্যোগ নিলে তাতে মস্কো সমর্থন দেবে। আমি বিশ্বাস করি সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে আনার জন্য তিউনিশিয়া খুবই আন্তরিক।

আগামী মার্চ মাসে তিউনিশিয়ায় আরব লীগের ৩০তম বার্ষিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে লেবানন, মিশর ও ইরাকের পররাষ্ট্রমন্ত্রীরাও সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে আনার দাবি করেছেন। ২০১১ সালে বিদেশী মদপুষ্ট সন্ত্রাসীরা সিরিয়ায় সহিংসতা শুরু করার পরপরই আরব লীগে সিরিয়ার সদস্যপদ স্থগিত করা হয়।-পার্সটুডে

পূর্ববর্তি সংবাদডাকসু ইস্যুতে ইসলামি ছাত্র সংগঠনগুলোর ঐক্যবদ্ধ আন্দোলন প্রয়োজন : ড. আহমদ আবদুল কাদের
পরবর্তি সংবাদমোবাইল ইন্টারনেট প্যাকেজ ৩ দিনের কম নয়