ইসলাম টাইমস ডেস্ক: জাতীয় পার্টি দেশ ও জনগণের স্বার্থে আপস করে না- জাতীয় সংসদে এর প্রমাণ দিবেন বলে অঙ্গীকার করেছেন (জাপা) মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।
রাঙ্গা বলেন, সংসদে শক্তিশালী বিরোধী দল হিসেবে জাপা জনগণের পক্ষে কথা বলবে। দেশ ও জাতির যে কোনো স্বার্থে জাপা নিয়মতান্ত্রিক আন্দোলন থেকে কখনোই পিছপা হবে না। সংসদেই প্রমাণ হবে জাতীয় পার্টি দেশ ও জনগণের স্বার্থে আপসহীন।
মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিকেলে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে দলীয় কাউন্সিলর প্রার্থীদের তালিকা ঘোষণাকালে তিনি এ কথা বলেন।
রাঙ্গা বলেন, ঐক্যবদ্ধভাবে জাতীয় পার্টির প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে হবে। পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু এইচ এম এরশাদ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তিনি শিগগিরই দেশে ফিরে সংসদে বিরোধী দলের নেতার দায়িত্ব পালন করবেন।
জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আলহাজ নাসির উদ্দিন সরকার, সম্পাদক মণ্ডলীর সদস্য- আনিস উর রহমান খোকন, মো. শাহজাহান মানসুর, এম এ রাজ্জাক খান, কেন্দ্রীয় নেতা- আব্দুস সাত্তার, মন্ডি চৌধুরী, আনোয়ার হোসেন তোতা, আব্দুল বারী, সরদার নজরুল, নুরুল ইসলাম মিন্টু, মোহাম্মদ আলী শেখ, মো. রশিদুল ইসলাম প্রমুখ।
