সংসদে প্রমাণ হবে জাতীয় পার্টি দেশের স্বার্থে আপস করে না: রাঙ্গা

ইসলাম টাইমস ডেস্ক: জাতীয় পার্টি দেশ ও জনগণের স্বার্থে আপস করে না- জাতীয় সংসদে এর  প্রমাণ দিবেন বলে অঙ্গীকার করেছেন (জাপা) মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

রাঙ্গা বলেন, সংসদে শক্তিশালী বিরোধী দল হিসেবে জাপা জনগণের পক্ষে কথা বলবে। দেশ ও জাতির যে কোনো স্বার্থে জাপা নিয়মতান্ত্রিক আন্দোলন থেকে কখনোই পিছপা হবে না। সংসদেই প্রমাণ হবে জাতীয় পার্টি দেশ ও জনগণের স্বার্থে আপসহীন।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিকেলে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে দলীয় কাউন্সিলর প্রার্থীদের তালিকা ঘোষণাকালে তিনি এ কথা বলেন।

জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আলহাজ নাসির উদ্দিন সরকার, সম্পাদক মণ্ডলীর সদস্য- আনিস উর রহমান খোকন, মো. শাহজাহান মানসুর, এম এ রাজ্জাক খান, কেন্দ্রীয় নেতা- আব্দুস সাত্তার, মন্ডি চৌধুরী, আনোয়ার হোসেন তোতা, আব্দুল বারী, সরদার নজরুল, নুরুল ইসলাম মিন্টু, মোহাম্মদ আলী শেখ, মো. রশিদুল ইসলাম প্রমুখ।
পূর্ববর্তি সংবাদমুসলমানদের দুর্ভাগ্য ও একটি দৃষ্টিভঙ্গি
পরবর্তি সংবাদকাল বেফাকের বৈঠক : ইজতেমায় ছাত্র-শিক্ষকদের অংশগ্রহণ বিষয়ে আসতে পারে নির্দেশনা