ইসলাম টাইমস ডেস্ক: সিরাজগঞ্জের উল্লাপাড়ার বোয়ালিয়া বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। এ সময় একটি দোকানে অগ্নি সংযোগের ঘটনা ঘটে।
বুধবার সকাল ১০ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা উপজেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে এখনো আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, সকালে সংঘর্ষ চলাকালে বোয়ালিয়া বাজারে বেশ কয়েকটি দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই সাথে বোয়ালিয়া বাজারে থাকা ৫/৬ টি খড়ের পালায় আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে খবর পেয়ে উল্লাপাড়া ও সলঙ্গা থানা পুলিশ এসে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
এ ঘটনায় উল্লাপাড়া ফায়ার সার্ভিস প্রায় ৩০ মিনিট চেষ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সময় বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বোয়ালিয়া বাজার রাস্তার মধ্যে কাঠ, টায়ার জ্বালিয়ে অবরোধ করে। এ সময় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।
উল্লেখ্য, গত তিনদিন আগে পাগলা ও কুমারগাতী গ্রামে দুই দলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটিকে কেন্দ্র করে আজ এই ঘটনা ঘটে।
