চা-চক্রে যাচ্ছেন না জানিয়ে ঐক্যফ্রন্টের চিঠি

ইসলাম টাইমস ডেস্ক : প্রধানমন্ত্রীর চা-চক্রে যাবেন না জানিয়ে গণভবনে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য সুব্রত চৌধুরীর সাক্ষরে আনুষ্ঠানিকভাবে দাওয়াতে না যাওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে এই চিঠিতে।

আজ শুক্রবার সকালে গণভবনে ঐক্যফ্রন্টের পক্ষে চিঠি নিয়ে যান জোটের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু, সমন্বয় কমিটির সদস্য আজমেরী বেগম এবং মিডিয়া প্রধান জাহাঙ্গীর আলম।

গণভবনে পাঠানো চিঠিতে বলা হয়, ‘জাতীয় ঐক্যফ্রন্টের হাজার হাজার নেতা-কর্মী এখনো জেলে আছেন। নতুন নতুন মামলায় আরও সংখ্যক নেতা-কর্মীকে গ্রেফতার করা হচ্ছে। এমন অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর চা-চক্রে অংশগ্রহণ করা কোনোক্রমেই সম্ভব নয়।’

নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নেওয়া দলগুলোকে আগামীকাল শনিবার গণভবনে চা-চক্রের দাওয়াত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংলাপে অংশ নেওয়া ঐক্যফ্রন্টের নেতারা গত ২৬ জানুয়ারি এ দাওয়াতের চিঠি পান। তবে চিঠি পাওয়ার পর থেকেই তারা চা-চক্রে যাবেন না বলে জানিয়ে আসছেন।

পূর্ববর্তি সংবাদ‘এখনকার আলেম-সাহিত্যিকদের অনেকের কাজেই ‘সাহিত্য হয়ে ওঠার’ ব্যাপারটা থাকে’
পরবর্তি সংবাদপ্রধানমন্ত্রীর চা-চক্রে না যাওয়া ঐক্যফ্রন্টের নেতিবাচক রাজনীতির অংশ : ওবায়দুল কাদের