তীব্র শীতে কাবু যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চল, ১২ জনের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: তীব্র শীতে মারাত্মক কাবু হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চল। বিভিন্ন নগরীতে অচল হয়ে পড়ছে জীবনযাত্রা। কয়েকটি রাজ্যে অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শিকাগোতে তাপমাত্রা নেমে গেছে মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াসে। নর্থ ডেকোটায় তাপমাত্রা দাঁড়িয়েছে মাইনাস ৩৭ ডিগ্রি সেলসিয়াসে।

এছাড়াও মধ্যপশ্চিমাঞ্চলের বিভিন্ন শহরে সপ্তাহজুড়েই তীব্র শীত ও ঠাণ্ডা বাতাসের ঝাপটা থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। ফলে বরফজমা আবহাওয়া এবং মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রায় দুর্ভোগ পোহাবে কোটি কোটি মানুষ।

সপ্তাহ শেষে উত্তরের অংশের দুই কোটি মানুষ মাইনাস ২৮ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে তাপমাত্রায় দুর্ভোগ পোহাতে পারে। গ্রেট লেক অঞ্চল থেকে নিউ ইংল্যান্ডজুড়ে বরফ পড়তে পারে। উইসকনসিনে ২৪ ইঞ্চি এবং ইলিনয়িসে ৬ ইঞ্চি তুষারপাত হতে পারে বলে জানানো হয়েছে পূর্বাভাসে।

সূত্র : বিবিসি, টাইমস অব ইন্ডিয়া

পূর্ববর্তি সংবাদধর্মীয় চেতনায় আঘাত করে এমন বই মেলায় নিষিদ্ধ : ডিএমপি কমিশনার
পরবর্তি সংবাদসাউথ এশিয়ান মনিটরের পর্যবেক্ষণ: শ্রীলংকায় সহিংসতার দিকে মুসলিমদের ঠেলে দেয়ার আশঙ্কা!