ইসলাম টাইমস ডেস্ক: দেশের বিশিষ্ট আলিম, সিলেটের দরগাহ মাদরাসার মুহতামিম মুফতি আবুল কালাম যাকারিয়া সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত (১ ফেব্রুয়ারী) ২টার দিকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থেকে ফেরার পথে রাজনগর উপজেলার এক স্থানে সড়ক দুর্ঘটনার শিকার হন। এতে ড্রাইভারসহ তিনি আহত হন। তাদেরকে আহতাবস্থায় সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত রাত আনুমানিক ২টার দিকে মৌলভীবাজার থেকে ফেরার পথে এক স্থানে তার গাড়ি দুর্ঘটনার শিকার হয়। উল্টো দিক থেকে আসা ট্রাক তার প্রাইভেট কারের পার্শ্বে আঘাত করে চলে যায়। এতে গাড়ির গ্লাস ভেঙ্গে ড্রাইভারসহ তিনি আহত হন। তার মাথা, হাতের কনুই, হাঁটুতে গ্লাস ভেঙে জখম হয়ে যায়।
দুর্ঘটনার কিছুক্ষণ পর পাশ দিয়ে অতিক্রমকারী আরেক গাড়ি তাদেরকে আহতাবস্থায় হাসপাতালে নিয়ে যায়।
তার বর্তমান অবস্থা ভালো। তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন। তার সংশ্লিষ্ট ও শুভানুধ্যায়ীরা সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
