বেড়াতে এসে বাসের ধাক্কায় নিহত

ইসলাম টাইমস ডেস্ক: গ্রাম থেকে ঢাকা এসেছেন নাতির বাড়িতে বেড়াতে। কিন্তু বেড়ানো আর হল না। শুক্রবার সন্ধ্যায় গাবতলী মাজার রোড এলাকায় রাস্তা পারাপারের সময় রহিমা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন।

নিহত রহিমা বেগম নাটোর সদর উপজেলার খোলাবাড়িয়া গ্রামের মৃত গিয়াস উদ্দিনের স্ত্রী। আর আহতরা নিহতের মেয়ে ও নাতনি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাজার রোড এলাকায় এই তিনজন একসঙ্গে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় গোল্ডেন লাইন পরিবহনের ধাক্কায় তারা আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়। পরে রাত পৌনে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রহিমা বেগমকে মৃত ঘোষণা করেন। আহত নাসিমা বেগম ও মেঘা মনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের নাতি সিদ্দিকুর রহমান বলেন, তাদের গ্রামের বাড়ি নাটোর। আমার মোহাম্মদপুরের বাসায় বেড়ানোর জন্য তারা ঢাকা আসেন। আমি তাদেরকে রিসিভ করার জন্য গাবতলী যাই। সেখান থেকে আমরা চারজন রাস্তা পার হওয়ার সময় গোল্ডেন লাইন পরিবহনের বাসের ধাক্কায় তিনজন আহত হয়। তাদের ঢাকা মেডিকেলে নিয়ে গেলে নানি রহিমা বেগমকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহত দুজন জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

পূর্ববর্তি সংবাদময়মনসিংহে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা
পরবর্তি সংবাদআত্মহত্যা ছাড়া কি আর কোনো রাস্তা খোলা ছিল না?