আজ ২১ ফেব্রুয়ারী

ইসলাম টাইমস ডেস্ক: আজ ২১ ফেব্রুয়ারী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন।

দিবস উপলক্ষে পৃথক পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, ‘পৃথিবীর বিভিন্ন ভাষাভাষী মানুষের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় অমর একুশের চেতনা আজ অনুপ্রেরণার অবিরাম উৎস।’

প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, ‘মহান একুশে ফেব্রুয়ারি সেই গৌরবের সুর বাংলাদেশের সীমানা ছাড়িয়ে আজ বিশ্বের ১৯৩টি দেশের মানুষের প্রাণে অনুরণিত হয়।’

পূর্ববর্তি সংবাদভারতজুড়ে মুসলমান ও কাশ্মীরিদের ওপর হামলার ঘটনায় জাতিসংঘের উদ্বেগ
পরবর্তি সংবাদতুরস্কে আফগান বিষয়ে রুশ-মার্কিন শীর্ষ বৈঠক কাল