বন্দী পাইলটের মুক্তি চাইল ভারত

ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তানে বন্দী ভারতের পাইলট অভিনন্দনকে মুক্তি দিতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে ভারত। বুধবার রাতে নয়াদিল্লি থেকে এক বিবৃতিতে ওই সেনাকে নিরাপদে ভারতে ফেরত পাঠানোর আহ্বান জানানো হয়। এর  মধ্য দিয়ে পাকিস্তানে ভারতীয় পাইলট আটকের বিষয়টি পরিষ্কার হলো।

ভারতের সংবাদ মাধ্যমগুলোতে  বলা হয়েছে, বুধবার ভারতে নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারকে তলব করে নয়াদিল্লি। এরপর সার্বিক ঘটনার প্রতিবাদ জানিয়ে ডেপুটি হাইকমিশনারকে বলা হয়, আটক পাইলট উইং কমান্ডার অভিনন্দনকে যত দ্রুত সম্ভব নিরাপদে মুক্তি দিতে হবে।

পাকিস্তান-ভারত পাল্টাপাল্টি হামলার ঘটনায় ভারতের দুটি ও পাকিস্তানের একটি বিমান ভূপাতিত হয় বলে দেশ দুটি পরস্পর দাবি করছে।

বিমান ভূপাতিত করার প্রথম দিক থেকেই পাকিস্তান দাবি করে আসছিল, তাদের সেনারা ভারতের এক পাইলটকে আটক করেছে। তবে শুরুতে ভারত বিষয়টি অস্বীকার করলেও পরে স্বীকার করে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র রবিশ কুমার তাঁদের একজন পাইলট জেট বিমানসহ নিখোঁজ রয়েছেন বলে বক্তব্য দেন।

সূত্র: বিবিসি

পূর্ববর্তি সংবাদএকটি চিরকুট পাল্টে দিল মোদির সব হিসাব নিকাশ
পরবর্তি সংবাদকোনো সমঝোতা ছাড়াই ট্রাম্প-কিমের বৈঠক সমাপ্ত