তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত নেতাকর্মীরা মামলায় জর্জরিত : মির্জা ফখরুল

ইসলাম টাইমস ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারা দেশে ২৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত আমাদের নেতাকর্মীরা মামলায় জর্জরিত। যতই ধ্বংসের চেষ্টা করা হোক না কেন—বিএনপি ফিনিক্স পাখির মতোই জেগে উঠবে।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জাতির প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে। অতীতেও বিএনপিকে ধ্বংস করার চেষ্টা হয়েছে। কিন্তু বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠবে।

তারেক রহমানকে রাজনীতি থেকে বিলুপ্ত করে দেয়ার জন্য নির্বাসিত করে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

গ্যাসের দাম বাড়ানো প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, গ্যাসের দাম বাড়ানোর কথা হচ্ছে। জনগণ মনে করে গ্যাসের দাম বাড়ানো যাবে না। দাম বাড়ালে জনগণ তা মেনে নেবে না।

পূর্ববর্তি সংবাদমানব পাচার রোধ করা যাচ্ছে না কেন? বিশিষ্ট দুই আলেম যা বললেন
পরবর্তি সংবাদবিশ্বের সবচেয়ে দূষিত ১০ শহরের মধ্যে ভারতেরই ৭ টি