ফিলিস্তিনি ‌‌কিশোরকে হত্যা 

ফাইল ছবি

ইসলাম টাইমস ডেস্ক: ফিলিস্তিনের ১৫ বছর বয়সী কিশোরকে স্নাইপারের গুলিতে হত্যা করেছে ইসরাইল। নিহত ওই কিশোর ‌‌নাইট ডিস্টার্বেন্স ইউনিটের (রাতের সীমান্ত প্রহরা) দলের সদস্য ছিলেন। এ সময় আরও ছয়জন আহত হয়েছে বলে জানা গেছে।

বুধবার সন্ধ্যায় আন্দোলনরত অবস্থায় পূর্ব গাজায় তাকে গুলি করে হত্যা করা হয়।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা জানান, নিহত কিশোরের নাম সাইফ আল দিন আবু জাহিদ। ছিটমহল এলাকায় তার মাথায় স্নাইপার দিয়ে গুলি করা হয়।

এ ঘটনায় আরও ছয়জন বিক্ষোভকারী আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় শিফা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফেব্রুয়ারি থেকে প্রতি রাতে, ‘নাইট ডিসটার্বেন্স ইউনিট’ নামে পরিচিত ফিলিস্তিনি তরুণরা গত বছরের মার্চের শেষ দিকে শুরু হওয়া ঘরে ফেরা আন্দোলনের অংশ হিসেবে ইসরায়েল সীমান্তে জড়ো হয়েছিলেন।

ঘরে ফেরার আন্দোলনের অংশ হিসেবে ১০ হাজার ফিলিস্তিনি পরিবার আন্দোলনে অংশগ্রহণ করেন। ১৯৪৮ সালে যাদেরকে ইহুদিবাদী ইসরাইলি আধাসামরিক বাহিনী উচ্ছেদ করেছিল।

পূর্ববর্তি সংবাদমেননকে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: জমিয়ত
পরবর্তি সংবাদমিয়ানমারে মুসলিমদের প্রতি ঘৃণা করতে শেখানো হচ্ছে : জাতিসংঘ