হিন্দু নাগরিকদের প্রতি কোনও ধরনের অন্যায় সহ্য করা হবে না, ইমরান খান

ইসলাম টাইমস ডেস্ক:  ‘আমরা হিন্দুদের প্রতি কোনও ধরনের অন্যায় সহ্য করবো না’ বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার দেশটির সিন্ধু প্রদেশের থারপারকার জেলার ছাছরো শহরে একটি জনসমাবেশে তিনি এই মন্তব্য করেন। খবর ডন

ইমরান খান বলেন, আজ আমি এখানে আপনাদেরকে বলতে এসেছি আমার সরকার পূর্ণ সংহতি নিয়ে আমাদের হিন্দু সম্প্রদায়ের সঙ্গে আছে।

পাকিস্তানের যেকোনো সংখ্যালঘু সম্প্রদায়কে দেশের নাগরিক হিসেবে সমান অধিকার দেওয়া আমাদের দায়িত্ব। এক্ষেত্রে কোনও ধরনের বৈষম্যকে মেনে নেওয়া হবে না।

ভারত-পাকিস্তানের উত্তেজনায়  পাকিস্তানের হিন্দু নাগরিকরা যখন অনেকটা চিন্তিত, তখন ইমরান খানের এমন মন্তব্যে পাকিস্তানের হিন্দুদের সামনে থেকে চিন্তার কালোমেঘ কিছুটা কেটে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

পূর্ববর্তি সংবাদবাংলাদেশে ইসলামি দলগুলো কী সমাজসেবায় পিছিয়ে? যা বললেন দুই ইসলামি রাজনীতিক
পরবর্তি সংবাদডাকসু নির্বাচন, রোববার থেকে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা