যারা আলেম-ওলামার বিরুদ্ধে কথা বলবে আমরা তাদের প্রশ্রয় দেবো না: গণপূর্তমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করীম বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী ও তার সরকার ইসলাম বান্ধব সরকার। অতএব ইসলামের বিরুদ্ধে এ সরকার কখনো অবস্থান নিবে না। যারা আলেম-ওলামা ও ইসলামের বিরুদ্ধে কথা বলবে তাদেরকেও আমরা প্রশ্রয় দিবো না।

মঙ্গলবার দুপুরে পিরোজপুরের নেছারাবাদের ছারছীনার মাহফিলে মন্ত্রী এসব কথা বলেন।

গণপূর্তমন্ত্রী বলেন, যারা মাদরাসায় পড়ছেন ও ইসলামী শিক্ষায় শিক্ষিত, তাদের পেছনে রেখে এ দেশ চলতে পারে না। বর্তমান সরকার ইসলামী মূল্যবোধ ও কোরআন হাদিসের ভিত্তিতে রাজনীতি এবং রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হোক সেটা চায়। বর্তমান প্রধানমন্ত্রী ইসলাম বান্ধব। তাই তিনি কওমী মাদ্রাসা শিক্ষার্থীদের এমএ পাসের সমমান মর্যাদা দিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, মাদ্রাসায় যারা পড়ালেখা করে তারা কি ডিসি এসপি হতে পারবে না, কলেজ-ইউনিভার্সিটির প্রফেসর হতে পারবে না। ইসলাম বিষয়ে শিক্ষা গ্রহণকারীদের সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ে চাকরি পাওয়ার অধিকার আছে।

মন্ত্রী বলেন, ইসলামই পারে সারা দুনিায়ায় শান্তি এনে দিতে।

পূর্ববর্তি সংবাদনরসিংদীতে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
পরবর্তি সংবাদশুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা ভালো মানুষ হওয়ার সার্টিফিকেট দেয় না : পুলিশের মহাপরিদর্শক