রহীম মেটাল মসজিদে পরামর্শ সভা : নিজ নিজ জেলা থেকে বের হবে রমজানের জামাত

নিজস্ব প্রতিবেদক : ঢাকার তেজগাঁওয়ে রহীম মেটাল জামে মসজিদে চলছে তাবলিগ জামাতের ত্রয় মাসিক পরামর্শ ও কারগুজারি সভা। গতকাল ২৯ মার্চ শুরু হওয়া পরামর্শ ও কারগুজারি সভাটি চলবে আজ সন্ধ্যা পর্যন্ত।

সভায় রমজানের জামাত নিজ নিজ জেলা থেকে বের হওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে ইসলাম টাইমস নিশ্চিত করেছেন সভায় অংশ নেওয়া মুহাম্মদ তারেক। তিনি বলেন, এ পর্যন্ত এই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই হয়েছে।

শুক্রবার সকাল ৯টায় শুরু হওয়া এই সভায় সারা দেশ থেকে তাবলিগ জামাতের দায়িত্বশীলগণ অংশগ্রহণ করেছেন।

এই বিষয়ে যোগাযোগ করলে ঢাকা উত্তরার দায়িত্বশীল মোঃ আসাদুজ্জামান বলেন, এটি একটি নিয়মিত সভা। প্রতি তিন মাস পর পর সারা দেশের কাজের অবস্থা জানতে এবং তাবলিগি মেহনত এগিয়ে নিতে এই সভার আয়োজন করা হয়।

সভায় বেশ কিছু বিষয়ে কারগুজারি ও বেশ কিছু বিষয়ে পরামর্শ হয়ে থাকে বলে তিনি জানান।

এবারের সভায় যেসব বিষয়ে কারগুজারি হচ্ছে তা হলো, এসএসসি পরীক্ষার্থীদের দ্বীনের রাস্তায় বের হওয়া, আহলে কাকরাইলে জেলায় জেলায় সফর, মাদরাসাগুলোয় মেহনত, মাসিক জোড় ও শবগুজারি ইত্যাদি।

আর পরামর্শ হয়েছে, বিদেশে মেহনতের জন্য জামাত তৈরি, পায়দল জামাতের সংখ্যা বৃদ্ধি, মসজিদে পাঁচ কাজ জিন্দা করা ও মাস্তুরাতের জামাত তৈরি করা ইত্যাদি বিষয়ে।

পূর্ববর্তি সংবাদবনানীর অগ্নিকাণ্ডে পুলিশ বাদি হয়ে মামলা
পরবর্তি সংবাদজাহাঙ্গীরনগর ক্যাম্পাসে ছিনতাই, ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে অভিযোগ