সামান্য বৃষ্টিতেই ঢাকায় প্রচণ্ড জলাবদ্ধতা

ইসলাম টাইমস ডেস্ক: এবার চৈত্র মাসের সামান্ন বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে প্রচণ্ড জলাবদ্ধতা। আজ সোমবার কয়েক দফা হালকা বৃষ্টির নগরীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে কোমরপানি । কোথাও হাঁটুপানি, আবার কোথাও কোমরপানি জমে দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। এ কারণে কোনও যানবাহন চলাচল করতে পারছে না।

জলাবদ্ধতার কারণে অফিস শেষে ঘরমুখো মানুষকে ভোগান্তি পোহাতে হয়েছে।  বৃষ্টি থামার অনেক পরেও অনেক এলাকায় জলাবদ্ধতা ছিল। নগরীর বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে।

এ বৃষ্টিতে শ্যামলী, রোকেয়া সরণি, কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর ১০, মিরপুর ১১, কালশী,ফকিরাপুল, আরামবাগ, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়। এসব এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি জমে গেছে। পানির কারণে ওইসব সড়ক দিয়ে সন্ধ্যা নাগাদ কোনও যানবাহনই চলাচল করতে দেখা যায়নি। ফলে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে এলাকাবাসীকে।

তবে জলাবদ্ধতার জন্য ঢাকা ওয়াসাকেই দায়ী করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। সংস্থাটির মেয়র বলছেন, “মিরপুর ও কালশী এলাকার ৮-৯টি খাল দখল হয়ে গেছে। এসব খালের দায়িত্বে রয়েছে ঢাকা ওয়াসা। এর পরেও আমরা সিদ্ধান্ত নিয়েছি এই খাল উদ্ধার করতে হবে। খালগুলো নিয়ে আমাকে একটা রিপোর্ট দেওয়া হবে। সেই রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেবো।’

পূর্ববর্তি সংবাদবিমানের ইঞ্জিন বিকল, শাহ আমানতে জরুরি অবতরণ
পরবর্তি সংবাদযেভাবে আগাচ্ছে পঞ্চগড়ের খতমে নবুওয়াত মহাসম্মেলনের প্রস্তুতি