যুদ্ধবিমান  এফ-৩৫ এর  ধ্বংসাবশেষ উদ্ধার

ইসলাম টাইমস ডেস্ক: প্রশান্ত মহাসাগরে বিধ্বস্ত হওয়া জাপানের যুদ্ধবিমান  এফ-৩৫ এর  ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। একদিন আগে প্লেনটি রাডারের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে নিখোঁজ হয়ে যায়।

জাপানের সামরিক বাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানা গেছে।

জাপানের সামরিক বাহিনী বলছে, প্লেনটির পাইলট এখনও নিখোঁজ রয়েছেন। বিধ্বস্ত প্লেনটির ধ্বংসাবশেষ সমুদ্রে পাওয়া গেছে।

জানা গেছে, বিধ্বস্ত হওয়ার আগে প্লেনটির সঙ্গে কন্ট্রোল রুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কী কারণে প্লেনটি বিধ্বস্ত হয়েছে তা এখনও জানা যায়নি।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী তাকেশি ইওয়াইয়া বলছেন, যুদ্ধবিমানটির টেইল-ফিনের অংশ উদ্ধার করেছি আমরা। তাই প্লেনটি বিধ্বস্ত হয়েছে বলে মনে করছি।

পূর্ববর্তি সংবাদঝিনাইদহে দুই গ্রামবাসির সংঘর্ষ,আহত ১২
পরবর্তি সংবাদতুরাগ থেকে জব্দ করা বালু ১৩ লাখ ২০ হাজার টাকায় নিলামে বিক্রি