নুসরাত হত্যা মামলা: আটক শামীমকে পাঁচ দিনের রিমান্ড

ইসলাম টাইমস ডেস্ক: ফেনীর নুসরাত জাহান রাফি হত্যা মামলায় সন্দেহভাজন আসামি মো. শামীমকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফউদ্দিন আহমেদের আদালত এ আদেশ দেন।

ফেনী পিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, ‘শামীমের সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’ এর আগে সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় তাকে সোনাগাজীর চরচান্দিয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

এই মামলার অন্যতম অভিযুক্ত নূরউদ্দিন, শাহাদাত হোসেন শামীম ও আবদুর রহিম শরীফ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

নুসরাত হত্যার ঘটনায় এ পর্যন্ত ১৮ জনকে গ্রেফতার করেছে পিবিআই। তাদের মধ্যে এজাহারভুক্ত সাতজন, অন্যরা সন্দেহভাজন।

 

পূর্ববর্তি সংবাদবিমানবন্দরে অস্ত্রসহ উপজেলা চেয়ারম্যান আটক
পরবর্তি সংবাদহাইয়াতুল উলয়ার প্রশ্নফাঁস, তদন্তের অগ্রগতি নিয়ে যা বললেন কমিটির সদস্যরা